ডোমেইন এবং হোস্টিং কেনার আগে অবশ্যই মনে রাখবেন

ডোমেইন এবং হোস্টিং কেনার আগে অবশ্যই মনে রাখবেন

ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে ওয়েবসাইট তৈরী করতে হয়। আর ওয়েবসাইট তৈরী করতে হলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশে হাজার হাজার ডোমেইন এবং হোস্টিং প্রভাইডার কোম্পানী আছে যারা মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে আপনাকে ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। এত্তো প্রভাইডারের মেধ্যে সবাই সমান ভালো সাভিস প্রদান করে না। কারো হোস্টিং ভালো তো কাস্টোমার সার্ভিস খারাপ। আবার কারো কাস্টোমার সার্ভিস ভালো তো হোস্টিং খারাপ। আবার কারো হোস্টিং এবং কাস্টমার সার্ভিস দুটোই খারাপ। তাই হুট করে কারো কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কেনার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

ডোমেইন কেনার আগে যা যা খেয়াল রাখতে হবে:

১) কোন ধরনের ওয়েবসাইট করতে চাচ্ছেন সেটা আগে ভালোকরে পরিস্কার করে প্লান করবেন এবং ডোমেইন নেম কি নিবেন সেটা নিয়ে ভালো করে চিন্তা করবেন।

২) সাধারনত ব্যবসা বা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য .কম ডোমেইন ই ভালো। তবে অপনার নেটওয়ার্কিং বিজনেস হলে .নেট নিতে পারেন। আবার আপনার প্রতিষ্ঠান নন-প্রফিটেবল হলে .অরগ নিতে পারেন।

৩) ডোমেইনটি যত ছোট করা যায় চেষ্টা করতে হবে। এতে আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটের ঠিকানা খুব সহজে মনে রাখতে পারবেন। সুন্দর ওয়েবসাইট নেম একটি ভালো সম্পদ।

৪) ডোমেইন নেম ইউনিক নেয়ার চেস্টা করতে হবে যেন অন্য বড় কোন ব্রান্ডের সাথে গুলিয়ে না যায়।

ডোমেইন কোথা থেকে রেজিস্ট্রেশন করবেন:

১) বাংলাদেশি প্রভাইডারের কাছ থেকে ডোমেইন নেয়া ভালো, কারন আপনি বিদেশি কোম্পানীর চেয়ে ভালো সার্ভিস পাবেন এরকম অনেক প্রতিষ্ঠানই এখন বাংলাদেশে আছে। তাছাড়া বিদেশি কোম্পানীর কাছে ডোমেইন নিতে আপনাকে ডলারে পেমেন্ট পরিশোধ করতে হবে। যেখানে বাংলাদেশি প্রভাইডারের কাছ থেকে নিলে আপনি টাকায় পেমেন্ট করতে পারবেন।

২) ডোমেইনের ক্ষেত্রে বাংলাদেশি এবং বিদেশী কোম্পনীর কোন ডিফারেন্স নেই। বিদেশী কোম্পানী আপনাকে যেখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করিয়ে দিবে, বালাদেশী কোম্পানী সেখান থেকেই রেজিস্ট্রেশন করিয়ে দিবে।

৩) বাংলাদেশী প্রভাইডারের কাছে ডোমেইন নিলে একটি কথা তাকে আগে জিজ্ঞাসা করতে হবে, সে কি আপনাকে ডোমেইনের ফুল কন্ট্রোল প্যনেল দিবে? ফুল কন্ট্রোল প্যানেল না দিলে আপনি তার কাছ থেকে ডোমেইন কিনবেন না।

৪) ডোমেইনটা হোস্টিং এর সাথে রিলেটেড। তাই হোস্টিং যে কোম্পানী থেকে নিবেন, সেখান থেকেই ডোমেইন নেয়া বেটার। তাতে আপনি ডোমেইন এবং হোস্টিং সার্ভিস একই সাথে পাবেন।

৫) লোভনীয় অফারে ডোমেইন কিনতে হলে আগে ভালে করে অফার সম্পর্কে পরিস্কার ধারনা নিন।

৬) সাধারনত একটি ডোমেইনের মূল্য ৮০০-১২০০ টাকা হয়ে থাকে। এই প্রাইসের নিচে আপনাকে কেউ ডোমেইন অফার করলে আগে ভালো করে জিজ্ঞাসা করুন তার কি কি কন্ডিশন আছে।

হোস্টিং কেনার আগে যে সকল বিষয় বিবেচনা করতে হবে:

ডোমেইন ক্রয় করার পর আপনাকে অবশ্যই হোস্টিং ক্রয় করতে হবে। হোস্টিং ছাড়া আপনি শুধু ডোমেইন দিয়ে একটি ওয়েবসাইট লাইভ করতে পারবেন না। ডোমেইন সার্ভিস সকল কোম্পানী প্রায় একই রকম দিয়ে থাকে। কিন্তু প্রায় বেশিরভাগ কোম্পানীর হোস্টিং বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের। তাই হোস্টিং কেনার আগে আপনাকে নিচের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে।

১) বাজেট: ওয়েবসাইট করার আগে সবারই ডোমেইন হোস্টিং এর পেছনে একটা বাজেট করতে হয়। এই সময়ে হোস্টিং এর পেছনে ভালো বাজেট করবেন। আপনি কোন ধরনের সাইট করবেন। সাইটে ডেইলি ভিজিটর সংখ্যা কেমন থাকবে এটার উপর হোস্টিং বাজেট ঠিক করতে হবে। বাজেট ঠিক করার পর, সেইম বাজেটে আপনাকে ভালো মানের হোস্টিং যে কোম্পানী প্রভাইড করবে তার কাছ থেকে নিবেন।

২) হোস্টিং স্পেস: আপনার ওয়েবসাইট করতে কত পরিমান স্পেস প্রয়োজন সেটা ঠিক করে সে অনুযায়ী হোসিং প্যাকেজ বা প্ল্যান ক্রয় করুন।

৩) ব্যন্ডউইথ: আপনার ওয়েবসাইটে যত পরিমান ডাটা বা ফাইল থাকবে এবং যত পরিমান ভিজিটর আসবে তার উপর ব্যন্ডউইথ খরচ হবে। পার ভিজিটর এবং পার পেইজ ভিউ অনুযায়ী ব্যন্ডউইথ খরচ হতে থাকবে। মনে করেন ১ জিবি ব্যন্ডউইথে আপনার সাইটে ১০০০ ভিজিটর আসতে পারবে । তাহলে সাইটে ভিজিটর অনুযয়ী ব্যন্ডউইথ নিতে হবে। আপনার সাইটে ১০-১০০ জিবি ব্যন্ডউইথ নিয়ে নিতে পারেন। প্রয়োজনে আনলিমিটেড ‍ও নিতে পারেন।

৪) হোস্টিং আপটাইম: হোস্টিং এর ক্ষেত্রে আপটাইম একটি খুবই গুরুত্বর্পূন বিষয়। হোস্টিং আপটাইম অনুযয়ী আপনার সাইট লাইভ থকবে। ৯৯.৯% এবং ১০০% আপটাইম দেখে আপিনি হোস্টিং নির্বাচন করবেন। অনেক কোম্পনী আপনাকে বলবে ৯৯.৯% আপটাইম। কিন্তু অপনি প্রকৃতপক্ষে সেটা পাবেন না। তাই হোস্টিং কেনার আগে আপনাকে হোস্টিং আপটাইম চেক করে নিতে হবে। এজন্য কোম্পানীর ইউজেস পলিসি পেজ দেখতে পারেন।

৫) মানি ব্যক গ্যারান্টি: হোস্টিং এর ক্ষেত্রে মানি ব্যক প্যারান্টি একটি গুরুত্ববহ বিষয়। আনেক কোম্পনীই ৩০ দিন মানি ব্যক গ্যারান্টি দিয়ে থাকে। এটা দেখে নিবেন। সাধারনত মানি ব্যক গ্যারান্টি দেয়া কোম্পানীগুলো সার্ভিস ভালো দিয়ে থাকে।

৬) হোস্টিং কোম্পানীর অবস্থা: হোস্টিং কেনার আগে তাদের প্রতিষ্ঠানের অবস্থা জানার চেস্টা করুন। তাদের কাস্টমার কেয়ারে কথা বলুন। তাদের সার্ভিস ব্যবহার করে এমন করোর ফিডব্যক নিতে পারলে ভালো হয়। তাদের সার্ভারের অবস্থান জানুন। সকল কিছু বিবেচনা করে ফাইনাল অর্ডার করুন।

৭) সাপোর্ট: হোস্টিং এর জন্য সাপোর্ট একটা গুরুত্ববহ বিষয়। আপনার হোস্টিং এ কোন প্রকার সমস্যা দেখা দিলে তাদের সাপোর্ট আপনাকে নিতে হবে। সাপোর্ট পেতে আপনাকে কয়েকদিন সময় লাগলে আপনি আপনার সাইটের লক্ষ লক্ষ ভিজিটর হারাবেন। আর আপনি রিসেলার হলে তো কথাই নাই। আপনার ক্লাইন্ট আপনাকে সমস্যা জিজ্ঞাসা করবে কিন্তু আপনি কোন উত্তর দিতে পারবেন না।

৮) হোস্টিং এর ধরন: আপনার কাজে কোন ধরনের হোস্টিং প্রয়োজন সে অনুযায়ী অর্ডার করুন। উইন্ডোজ এবং লিনাক্স হোস্টিং এর মধ্যে আপনার কোনটি দরকার জেনে নিন নেয়ার আগে।

৯) ফিচারসমূহ: হোস্টিং নেয়ার আগে তাদের প্রদানকৃত ফিচারসমূহ জেনে নিন। আপনার প্রয়োজনের সাথে মিল হলে তখন সেখান থেকে হোস্টিং ক্রয় করুন।

১০) লিমিটিশন: আপনি ছোট কোন প্যকেজ নিলে সকল লিমিটেশন আপনার প্যাকেজে উল্লেখ থাকবে। নিন্তু আনলিমিটেড প্যাকেজ নিলে আপনাকে লিমিটেশন জেনে নিতে হবে। মানে রাখবেন পৃথিবীতে সব কিছুরই একটা লিমিট আছে। আপনার কাছে আনলিমিটেড হবে সেটাই যেটার লিমিট আপনি ক্রোস করতে পাবেন না।

১১) সার্ভার লোড: শেয়াড় হোস্টিং নেয়ার আগে সার্ভার কনফিগারেশন এবং সার্ভার লোড সম্পর্কে জেনে নিতে হবে। সার্ভার ওভারলোড হলে আপনার সাইট লোড হতে আনেক সময় লাগবে।

উপরে উল্লেখিত বিষয়গুলো খেয়াল করে ডোমেইন এবং হোস্টিং কিনলে আপনাকে ঠকতে হবে না। আশাকরি ভালো মানের হোস্টিং এবং ডোমেইন সার্ভিস পাবেন।

Business Website Design in Bangladesh

Business Website Design in Bangladesh

Why your business or company need a website:

A website could be distinguished on its different purposes, beneficiaries and their requirements. In digital world business organizations are highly stimulated by globalization and technological changes. Now the need for introducing your company requires as much as physical presence as online presence. Internet over last few decades has blown a tornado, shaped the world tremendously. It has broken numerous traditional practices and reshaped many with new trends.

Once upon a time corporate brand identity communication was narrowly confined into print media and few electronic media only. Enormous cost involved into these promotional media let most of the organization confined into small geographic coverage, hardly crossing the national boundaries. Even only a handful companies were able to reach their coverage thoroughly within the national boundary itself. A nicely and appropriately designed and developed website now a days has no such limitation of geographical coverage. With invention of high speed and affordable internet technology a corporate website could be reached and accessed from almost every corner of the world.

So once upon a times debate of “rationality of investment on website” has completely blown up with the high tide of internet explosion. Now a company sit in backbench if they have poorly designed website, let alone those who have no website, they are completely out of the class. So decision about a website is not a matter of choice rather it is a must for any smart business.

Business organizations are realizing the importance of

  • Nicely presented website as a tool of brand communication
  • Booming of e-commerce business in Bangladesh,
  • Emergence of affiliate marketing business,
  • Emergence of different other web related businesses and
  • Complete exploitation of high speed internet technology etc.

Depending upon the need company website could be of different types but their basic requirement is establishing brand identity, information sharing with stakeholders and reaching target markets eliminating geographical hindrance.

Web design company in Bangladesh and Green IT Host BD:

Whenever you have decided about a website you need a lot of consideration to look for to make the design worth of investment. A good and rightly designed and developed website is a combined effort to several activities in a single umbrella. We Green IT Host BD is an expert who addresses all those issues with care while considering a dream website that worth your investment. Our expertise and authority starts from the very beginning of a website of domain hosting to web designing and development. We are the current market leader in domain hosting business, subsequently we  Green IT Host BD know what would make you achieve the crown in online presence because we are achievers.

Activities of company website design:

A wholesome and fruitful company website has to consider a lot of things, it starts from meticulous planning of web design and development.

  • In first stage a company has to select a domain name that represents the objective of the business and its target market,
  • In second stage the company has to identify the load of its traffic and content. Depending on it the hosting plan should be identified.
  • Security issue of the website in hosting plan has to be figured out.
  • Photography, Videography, computer graphics and other content preparation for feeding website.
  • Finalizing logo and other trade marks to be used in website

Green IT Host BD addresses each above mentioned activities with care and integrates all above activities in a harmonious synergy to develop a worthy business website that serves your business needs. Again depending on intensity of amendment and development on website we offer

  • Static website – The users who require minimum changes into their website periodically and request professional hand for any amendment only.
  • Dynamic website- The users who require frequent changes into their website periodically and they themselves do amendment and servicing.

Despite this features our designed websites follow state of the art trends of

  • Responsive design
  • Parallelogram design
  • Integrated animation
  • Custom illustration
  • Big bold typography
  • Basic Information Pages
  • Contact Form
  • Fast loading
  • Social media integration
  • Easy to Update
  • Affordable to improve
  • Security Features

Flow chart of website designing by Green IT Host BD:

Step 1: We discuss with client to pay heed to their requirements and conceive their feelings and requirements.

Step 2: We offer preliminary prerequisites to be done and related budgets and alternatives.

Step 3: If client accept our offerings then we offer them to choose any template among few alternatives and set the magnitude of works and timeline.

Step 4: We take consent of client before final submission of the works and make required amendment.

Step 5: We finally submit our project and give required training along with a 3 months after sales service.

ই-কমার্স বিজনেস – ঘরে বসেই শুরু করুন ই-কমার্স ব্যবসা

ই-কমার্স বিজনেস – ঘরে বসেই শুরু করুন ই-কমার্স ব্যবসা

ই-কমার্স সাইট বানাতে কি কি লাগবে ও শুরুর খরচ কত হতে পারে? খুব সম্ভবত এটাই এই সিরিজের সবচেয়ে আকাংক্ষিত পোস্ট। কারন এই পোস্টে খুব গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

  • ই-কমার্স সাইটের জন্য কি কি লাগবে?
  • আমাকে কম্পিউটারে কতখানি দক্ষ হতে হবে?
  • সব মিলিয়ে শুরুর খরচটা কত?

  • 1 ফেইসবুক নাকি ওয়েবসাইট
  • 2 ওয়েবসাইট বানাতে যা যা লাগবে
  • 3 ডোমেইন ও হোস্টিং
  • 4 প্ল্যাটফর্ম
  • 5 কম্পিউটারের দক্ষতা কতটুকু দরকার
  • 6 শুরুর খরচটা কেমন হবে

ফেইসবুক নাকি ওয়েবসাইট

আপনি চাইলে ফেইসবুকে একটি পেইজ খুলে অথবা নিজের ডোমেইনে নিজের সাইট (পেইজ আর সাইট কিন্তু এক নয়) বানিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমি আগেই বলেছি, ই-কমার্স বিজনেসে নামতে চাইলে পূর্ণ প্রস্তুতি আর মনস্থির করে নামাই ভাল। তাই আমি বলব, যদি না আপনার চিন্তা খুব ছোট পরিসরে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওয়েবসাইট ভিত্তিক ই-কমার্স চালু করবেন।

ওয়েবসাইট বানাতে যা যা লাগবে

১। ডোমেইন
২। হোস্টিং
৩। প্ল্যাটফর্ম (পুরো কাস্টম নাকি সিএমএস নির্ভর?)
৪। অনলাইন পেমেন্ট গেটওয়ে

ডোমেইন ও হোস্টিং

ডোমেইন হচ্ছে আপনার ঠিকানা। ফেসবুক ডট কম, গুগল ডট কম এগুলো হল ডোমেইনের উদাহরন। আগের পর্বে আমরা নামকরণের ব্যাপারে উল্লেখ করেছি। আপনি যেই নাম পছন্দ করেছেন (আপনার বিজনেসের নাম) সেই নামের একটা ডোমেইন কিনে ফেলুন। ডোমেইন কিনতে খরচ হবে ৭০০ থেকে ২০০০ টাকা, প্রতি বছর আবার এই পরিমান টাকা দিয়ে এটা রিনিউ করতে হবে। অনেক দেশি ও বিদেশী কোম্পানি ডোমেইন বিক্রির কাজে সাহায্য করতে পারবে। আপনি যদি .com.bd ডোমেইন কিনতে চান তাহলে অবশ্যই দেশি কোম্পানির কাছ থেকে কিনতে হবে। এছাড়া name.com, godaddy.com জাতীয় বিদেশী কোম্পানিই ভাল।

এবার আসি হোস্টিং প্রসঙ্গে। আপনার সাইটটিকে কম্পিউটারে অবস্থিত একটি ফাইলের সাথে তুলনা করুন। এই ফাইলটি রাখার জন্য কম্পিউটারের হার্ডড্রাইভে কিছু জায়গা দরকার। হোস্টিং আপনাকে সেই জায়গা প্রদান করে। এখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইল, ছবি, ডাটা জমা থাকে। এর উপর অনেকাংশে আপনার সাইটের স্পীড ও নিরাপত্তা নির্ভর করে। হোস্টিং খারাপ হলে কাস্টমাররা আপনার সাইটে ব্রাউজ করতে পারবেনা। হোস্টিং বাবদ আপনার বছর প্রতি খরচ হবে ২৫০০ থেকে ৯০০০ টাকা (আরও বেশিও আছে, কিন্তু সেটা এখন দরকার নেই)। এটাও প্রতি বছর ডোমেইনের মত রিনিউ করতে হবে। উইন্ডোজ হোস্টিং-এর চেয়ে লিনাক্স হোস্টিং ভাল হবে। কম দাম দিয়ে দেশী কোম্পানির কাছ থেকে দুর্বল হোস্টিং কেনার চেয়ে একটু টাকা খরচ করে ভাল হোস্টিং কেনা অনেক নিরাপদ। Hostmonster, godaddy বা hostgator অন্যদের থেকে ভাল সার্ভিস দিয়ে থাকে। হোস্টমন্সটার হোস্টিংএর সাথে ডোমেইন ফ্রি দিয়ে থাকে।

প্ল্যাটফর্ম

আপনি আপনার সাইটটি কি দিয়ে বানাবেন? একদম কাস্টম প্ল্যাটফর্ম বানানোর চেয়ে কোন প্রতিষ্ঠিত সিএমএস (যেমন ওয়ার্ডপ্রেস বা মাজেন্টো) ব্যাবহার করা অনেক নিরাপদ ও কম ব্যয়বহুল। এছাড়া, সিএমএস এ পরবর্তীতে সংজোজন, বিয়োজন বা হালনাগাদ করা অনেক সহজ। কাস্টম প্ল্যাটফর্ম বানানোর সময় আপনাকে খুটিনাটি সকল বিষয় নিয়ে চিন্তা করতে হবে। ই-কমার্স সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকলে এই ক্ষেত্রে অনেক কিছু বাদ পরে যাওয়ার সম্ভাবনা থাকে ও পরে পস্তাতে হয়।

কিন্তু কাস্টম প্ল্যাটফর্ম ব্যাবহার করুন বা সিএমএস ব্যবহার করুন, কাস্টম থিম (দেখতে কেমন হবে) অবশ্যই বানিয়ে নেবেন। সেই সাথে সাইটটি ফোনেও যেন ভাল দেখায় সে জন্য রেস্পন্সিভ করে নেবেন। একটি ভাল মানের রেস্পন্সিভ ই-কমার্স সাইট বানাতে ২০ থেকে ৪০ হাজার+ টাকা খরচ হতে পারে।

পেমেন্ট প্রোসেসিং গেটওয়ে

আপনি যদি চান আপনার সকল লেনদেন ক্যাশ-অন-ডেলিভারি ও মবাইল ব্যঙ্কিং এর মাধ্যমে হবে, তাহলে এর কোন দরকার নেই। কিন্তু আপনি যদি অনলাইনে কার্ডের মাদ্ধমে লেনদেনের সুবিধা দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি দেশীও (বিদেশী গুলো কাজ করবে না) পেমেন্ট প্রোসেসিং প্লাগিং বা লাইসেন্স খরিদ করতে হবে। easypayway.com, sslcommerz.com.bd, shurjopay.com এই ধরনের সার্ভিস দেয়। সেটাপ সহ এতে খরচ হতে পারে ৬ থেকে ২০ হাজারের মত।

কম্পিউটারের দক্ষতা কতটুকু দরকার

আইটি এক্সপারট হওয়ার কোন প্রয়োজন নেই, তবে আপনাকে কম্পিউটার ও ইন্টারনেটের বেসিক ব্যবহার জানতে হবে। বাকিটা ধীরে ধীরে শিখে নেবেন। আর এই বিষয়ে একটু ঘাটাঘাটি করলে ধারণা আরও পরিষ্কার হবে (তাহলে ওয়েব ডেভেলপার আপনাকে ঠকাতে পারবে না)।

শুরুর খরচটা কেমন হবে

আপনি যদি নিজে ওয়েবসাইট বানাতে বা ডিজাইন করতে পারেন, তাহলে আপনার খরচ অর্ধেক কমে আসবে। তাছাড়া আপনি কোন হোস্টিং বা পেমেন্ট গেটওয়ে নিলেন তার উপরও কিছু খরচ নির্ভর করবে। তাও সুবিধার জন্য একটা খরচের তালিকা দেয়া হল।

ডোমেইন (প্রতি বছর)- ৯৫০ টাকা
হোস্টিং (প্রতি বছর)- ৭০০০ টাকা
ওয়েবসাইট- ২০০০০ টাকা

মোট- ২৭৯৫০ টাকা
(হোস্টিংএ প্রথম বছর কম টাকা লাগে, পরের বছর বেশি লাগে… গড়ে ৭০০০ ধরা হয়েছে)

একটু বুদ্ধি করে এগুলে আপনি ১ থেকে ২ মাসের মধ্যে আপনার ই-কমার্স সাইটটি চালু করে ফেলতে পারবেন। এরপর শুরু হবে আপনার “ফিজিকাল এফোরট”। সেল করার মত প্রোডাক্ট কই পাবেন আর দেলিভারিই বা কিভাবে করবেন এসব নিয়ে সিরিজের পরের পর্বে বিস্তারিত আলোচনা করা হবে। সাথেই থাকুন।

What Is Hosting And Why Do I Need It?

What Is Hosting And Why Do I Need It?

I hear that I have to have hosting in order to build a website. I’d appreciate someone explaining to me why I need it and what does it do? Thanks!

Green IT Host BD Manager

You will need hosting to have a website. You will also need a domain name.I like to think of domain names as the equivalent of your house’s address. That’s how people find you.Then, there’s your house. That’s where you live, and you usally have to pay some money for rent or to own it.

With hosting, that’s where your website lives, and just like a house, this space costs some rent.The domain name is what people type in to their browser’s window to find your website. Domain names are often challenging to come up with as, they need to be unique, easy to recall, and somehow relevant to the website they point to.

Things To Look For In A Web Designer

Things To Look For In A Web Designer

If you’re thinking of hiring a web designer to get your business online, you may be anxious about putting your marketing campaign into someone else’s hands. But with so much competition in the world of online marketing, it’s difficult to know who you can trust.

Companies all over the world hire specialists to help them keep up their online reputation, but with the vast choice of freelancers and marketing companies to choose from, it’s difficult to know where to start looking.

Be assured that while these design experts may have a lot of technical know-how and creative flair to bring to the table, you will still have the final say-so over your website.

Many designers will actively encourage a collaborative approach, so you’ll be working alongside them to actualized your vision. You’ll want to find one who will listen carefully to your requirements and offer a tailored service to suit your needs.

Of course, if you’d prefer not to be involved in the process, that’s usually an option too, although you’ll normally need to give during the first planning stages to make sure you are all working from the same idea. You don’t want to find that the result isn’t what you had in mind.

Having said that, most design experts will know to consult you over the big decisions, and should never publish anything without your consent. It’s a good idea to go over the terms of service at the start so you know what to expect.

When you’re outsourcing elements of your marketing, you’ll want to make sure it’s in good hands. This is where it pays to do a little research before you decide on who to hire. Website designers will be widely available online, but you shouldn’t choose just anyone to represent your business.

Firstly, both people and design companies tend to rely on reputation to find new clients. This means that the industry is fairly competitive. You can use this to your advantage by obtaining multiple quotes to find the best deal.

Some companies may offer a price match, where they will beat any quote you’ve had in writing from another provider. Be aware of anything that sounds too good to be true, as it probably is. Web design is a complex skill so it’s not something you should expect to pay little money for.

While you’ll obviously have a budget to keep in mind, the creation of your company web page is not something you should skimp on. This will give a versatile platform from which you can market your business to both new and existing clients, as well as network and gain more of a following.

In the long run, it is an incredibly worthwhile investment. Not only will an attractive, user-friendly site drive more customers into your reach, but it will also allow you to communicate with your clients, wherever you are in the world and at any time of day.

You’ll also be able to link your new site to your other social media platforms such as Facebook, Twitter or LinkedIn, creating more of a network from which you can run. It’s relatively quick and simple to link these accounts, and your designer should help you to do this.

It’s important to check out the credentials of your chosen designer – whether they run as a person or as part of a company. This means not only finding out how qualified they are to work with your marketing materials, but also by researching previous client reviews.

Website designers can be a great asset to your business, and can help you build and keep up a persuasive online marketing campaign. It just takes a little research to find the best ones in the business.

স্কুল কলেজের জন্য ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন

স্কুল কলেজের জন্য ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন

স্কুল কলেজের জন্য ওয়েবসাইট তৈরী করেছেন বা করতেছেন? মিলিয়ে নিন আপনার ডেভলপার সরকারী বিধিমোতাবেক এই পয়েন্টগুলো পূরন করছে কি না । 

সরকারীবিধি মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরীর নিয়মগুলো না মেনে ওয়েবসাইট করলে আপনাকে আবারো এই ওয়েবসাইট করতে হতে পারে। 
এক্ষেত্রে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ও কার্যক্রম নিম্নবর্নিত ফিচার সম্বলিত ডায়নামিক ওয়েবসাইট তৈরী ও .edu.bd ডোমেইন নিবন্ধন পুর্বক হোস্টিং কোম্পানীতে হোস্ট করতে হবে।
সরকারীবিধি মোতাবেক ফিচার সমুহঃ
১) ছাত্রীদের তথ্য শুধুমাত্র শিক্ষক ও সংশ্লিষ্ট অভিভাবকগণ পাসওয়ার্ড ব্যবহার করে দেখতে পারবেন।
২) প্রতিদিন ক্লাস শুরুর এক ঘণ্টার মধ্যে শ্রেণি অনুসারে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির সংখ্যা ও শিক্ষকদের উপস্থিতি ও অনুপস্থিতির সংখ্যা ওয়েবসাইটে আপডেট করতে হবে ।
৩) প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস, শিক্ষক-শিক্ষার্থী, কনটেন্ট, ভূমির তফসিল, ভূমির মালিকানা তথ্য, ভবন, কক্ষ সংখ্যা, শিক্ষার্থীর জন্য আসন, যানবাহন ও অন্যান্য সুবিধা, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব, কম্পিউটার ব্যবহার, পরিচ্ছন্নতা, শরীরচর্চা স্যানিটেশন, পঠিত বিষয়, বিগত ৩ বছরের পাবলিক পরীক্ষার ফল, ম্যানেজিং কমিটির তখ্য ইত্যাদি থাকবে।
৪) ওয়েবসাইটে ক্লাস রুটিন, একাডেমিক ক্যালেন্ডার, বাৎসরিক ছুটির তালিকা, অভ্যান্তরীন পরীক্ষার ফল, জরুরী নোটিশ, টি.সি,প্রসংসাপত্র, শিক্ষার্থী সম্পর্কিত সকল প্রকার রিপোর্ট, প্রতিষ্ঠানের একাউন্টস তথা প্রাত্যহিক কালেকশন, খরচ, স্টেটমেন্টসহ সকল প্রকার হিসাব ব্যবস্থাপনা, English for today এর Listening text, Electronic Instruction Manual, e-book ইত্যাদি থাকবে। এছাড়া নতুন নতুন সেবা অন্তরভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
৫) ওয়েবসাইট হালনাগাদ ও সার্বিক ব্যবস্থাপনার জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকলে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ চালাতে হবে। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।
স্কুল ওয়েবসাইট করার জন্য আমাদের সেবাঃ
* আমরা হোমপেজ স্লাইডার ও স্ক্রিলিং নিউজটিকার সহ সম্পুর্ন ডায়নামিক ফুল ফিচার্ড সাইট করে দেব। যাতে করে পরবর্তিতে ওয়েবসাইট ব্যাবস্থাপনার দায়িত্বে যিনি থাকবেন তিনি সাইটের ব্যাকেন্ড কন্ট্রোলপ্যানেল থেকে যেকোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও হালনাগাদ করতে পারেন।
* বর্তমান প্রযুক্তির উৎকষর্ততা এবং মোবাইল ও স্মার্টডিভাইসের ব্যবহারের আধিক্যের কথা মাথায় রেখে আপনার ওয়েবসাইট কে সম্পুর্ন রেসপন্সিভ ও যেকোন মাপের (স্ক্রিন রেজুলেশন) ডিভাইসের উপযোগী করে বানানো হবে।
* শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোন প্রকার এসএমএস নোটিফিকেশন প্রদানের জন্য আপনাকে একটি ফ্রী বাল্ক এমএমএস একাউন্ট প্রদান করা হবে। এখান থেকে আপনি এসএমএস ক্রেডিট ক্রয় সাপেক্ষে আপনার প্রতিষ্ঠানের নামে (এখানে মোবাইল নাম্বারের বদলে আপনার প্রতিষ্ঠানের নাম দেখা যাবে) শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ছুটির নোটিশ, বেতন, অভিভাবক সম্মেলনসহ যে কোন প্রকার নোটিফিকেশন সেন্ড করতে পারবেন।
* প্রতিষ্ঠানের সকল তথ্য যেমন প্রতিষ্ঠান পরিচিতি, প্রধান শিক্ষকের বানী, শিক্ষক ও কর্মচারীদের তথ্য, পাবলিক পরিক্ষার ফলাফল ও তথ্য, ছুটির ক্যালেন্ডার, শ্রেনী রুটিন ইত্যাদির জন্য মেনুবারে ড্রপডাউন মেনু সহ আলাদা আলাদা পেজ করে দেয়া হবে।
*সাইডবারে গুরুত্বপুর্ন ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত করা হবে।
* ওয়েবসাইটে অনলাইন ভিজিটর ও মোট ভিজিটর দেখার জন্য সাইডবারে নিচের দিলে ভিজিটর কাউন্টার এড করা হবে।
* ওয়েবসাইটে মোট দুইটি সাইডবার ও মাঝে একটি কলাম সহ তিন কলামে করা হবে এবং সাইডবারে বিভিন্ন তথ্য দিয়ে সাজানো থাকবে (প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে সাইটের লেয়াউট পরিবর্তনযোগ্য)।
* ওয়েবসাইটের বিভিন্নপেজে ক্লাশ রুটিন, নোটিশ সহ প্রয়োজনীয় ফর্ম সমুহ পিডিএফ আকারে ডাউনলোডের ব্যাবস্থা করা হবে (ওয়েবসাইটের ম্যানেজমেন্ট দায়িত্বে যিনি থাকবেন তিনি নিয়মিত এটি প্রয়োজনমত আপডেট করবেন)।
*ভর্তির আবেদনের জন্য অনলাইন বেইজ ভর্তি ফর্মের ব্যাবস্থা রাখা হবে। এখানে বিভিন্ন তথ্য পুরন করে শিক্ষার্থীরা প্রিন্ট করে জমা দিতে পারবেন।
* শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেসের জন্য স্কুল ম্যানেজমেন্ট অনলাইন সফটওয়্যার দেয়া হবে । এটার মাধ্যমে যেকোন শিক্ষার্থী তাদের একাউন্টে লগইন করে তাদের সকল ধরনের হালনাগাদ দেখতে ও রিপোর্ট ডাউনলোড করতে পারবে।
আমাদের কাজের ধাপঃ
নির্ধারিত প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হবার পর এবং ডোমেইন-হোস্টিং রেজিস্ট্রেশন করার পর, নির্ধারিত মুল্যের ৬০% পরিশোধের পর আমরা কাজ শুরু করব।
কাজ শুরু করার পর, প্রাথমিক ডিজাইন সম্পুর্ন হবারপর আমরা ওয়েবসাইটটি রিভিউ এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিকট যোগাযোগ করব। প্রয়োজনীয় সংযোজন বিয়যোজন করে ওয়েবসাইটটিকে ফাইনাল রিভিউ এর জন্য রাখা হবে। এই সাথে ফাইনাল রিভিউ এর পুর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যাবস্থাপনার কাজে নিয়জিত থাকবেন এমন কাউকে অনলাইন মাধ্যমে অথবা সরাসরি সংক্ষিপ্ত ট্রেইনিং দেয়া হবে যেন তিনি পরবর্তি যেকোন হালনাগাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে করতে পারেন (প্রতিষ্ঠানে যদি এমন কেউ না থাকে তবে আমরা মাসিক সার্ভিস চার্জ এর বিনিময়ে এ সেবা প্রদান করে থাকি)। ফাইনাল রিভিউ দেয়া হবে এবং ওয়েব সাইট পাবলিশ করা হবে।
মুল্য তালিকাঃ
*.edu.bd ডোমেইন দিয়ে ওয়েবসাইট করতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডোমেইনের জন্য বিটিসিএল অফিসে আবেদন করতে হবে (এইটা আমরাই আপনাদের জন্য করে দেব)। সকল খরচ সহ .edu.bd ডোমেইনের দাম দুইবছরের জন্য ২৫০০ টাকা যা কিনা দুইবছর পর পর রিনিউ করতে হবে। এবং ২ জিবি হোস্টিং ১৬০০টাকা যা কিনা প্রতি একবছর পরপর রিনিউ করতে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে হোস্টিংও দুই বছরের জন্য নিতে পারেন। সেক্ষেত্রে ২ বছরের জন্য ২ জিবি হোস্টিং খরচ ৩০০০(ডিসকাউন্ট ২০০) টাকা। মোট ডোমেইন হোস্টিং খরচ ৫৫০০টাকা (২ বছরের জন্য)। এক বছরের জন্য ৪১০০ টাকা।
*পুর্নাজ্ঞ ওয়েবসাইট ডিজাইন ১০০০০ টাকা
.edu.bd ডোমেইন পেতে যেসব তথ্য জমা দিতে হবে তার নমুনাঃ
* প্রতিষ্ঠানের নিবন্ধনের স্কান কপি।
* প্রতিষ্ঠানের (কলেজ/স্কুল) প্যাডে আবেদন পত্র। (নমুনা আমরা দিবো) 
* প্রধান শিক্ষকের ন্যাশনাল আইডির স্কান কপি।
* বিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ডট বিডি ডোমেইনের আবেদন ফর্ম প্রতিষ্ঠানের সীল ও প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ।
*বিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ডট বিডি ডোমেইনের এগ্রিমেন্ট ফর্ম প্রতিষ্ঠানের সীল ও প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ।

বিস্তারিত জানতে কল করুন ঃ০১৬১২৪২২৪০৮

ভিজিট করুন https://www.greenithostbd.com